কোন দেশে ইন্টারনেট সবচেয়ে দ্রুত?

বর্তমান বর্তমান পৃথিবী চলছে  ইন্টারনেট এর উপর নির্ভর করে।ইন্টারনেট স্পিড এর উপর নির্ভর করে কাজের অগ্রগতি   ফলে যে দেশ যত দ্রুত ইন্টারনেট সরবরাহ করতে পারে তাদের কাজের সুযোগ সুবিধা ততই বৃদ্ধি পায়। তবে একটা মজার বিষয় হলো শীর্ষ ১০দেশের তালিকা এমরিকার স্থান হয়নি তারা তালিকার ১৫ নম্বরে রয়েছে। নিচে এভারেজ ইন্টারনেট স্পিডের  উপর ভিত্তি করে শীর্ষ দশটি দেশের তালিকা দেওয়া হল
কোন দেশে ইন্টারনেট সবচেয়ে দ্রুত?,ইন্টারনেট ‍স্পিডে বাংলাদেশের অবস্থান

ইন্টারনেট স্পিডে শীর্ষ দশ দেশ

  1. Taiwan – 85.02 MB/S
  2. Singapore – 70.86 MB/S
  3. Jersey – 67.46 MB/S
  4. Sweden – 55.18 MB/S
  5. Denmark – 49.19 MB/S
  6. Japan – 42.77 MB/S
  7. Luxembourg – 41.69 MB/S
  8. The Netherlands – 40.21 MB/S
  9. Switzerland – 38.85 MB/S
  10. San Marino – 38.73 MB/S
 15 .United State – 32.89MB/S

এই তালিকায় বাংলাদেশ  2.72 MB/S নিয়ে ১৫২ তম,যথাক্রমে ভারত 8.66 MB/S ৭৪ ও পাকিস্তান 4.66  MB/S রয়েছে ১১৩ তম।

মোবাইল ইন্টারনেট স্পিডে শীর্ষ দশ দেশ

52. 4 MB/S পার সেকেন্ড নিয়ে  দক্ষিণ কোরিয়া(South Korea)  সবচেয়ে দ্রুতগতির মোবাইল ইন্টারনেটর দেশ। এখানেও যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে।শীর্ষ দশটি দেশের তালিকা দেওয়া হল....
  1. South Korea – 52.4 MB/s
  2. Norway – 48.2 MB/s
  3. Canada – 42.5 MB/s
  4. The Netherlands – 42.4 MB/s
  5. Singapore – 39.3 MB/s
  6. Australia – 37.4 MB/s
  7. Switzerland – 35.2 MB/s
  8. Denmark – 34.6 MB/s
  9. Belgium – 34.2 MB/s
  10. Japan – 33 MB/s
                      26.United State – 21.7 MB/S

                    এই তালিকায় বাংলাদেশ  .7 MB/S নিয়ে ১৫২ তম,যথাক্রমে ভারত 6.8 MB/S ৭৪ ও পাকিস্তান  6.2   MB/S রয়েছে ১১৩ তম।

                    একটি মন্তব্য পোস্ট করুন

                    0 মন্তব্যসমূহ