ডেস্কটপ নাকি ল্যাপটপ

 হঠাৎ করেই একটা কম্পিউটার প্রয়োজন হয়ে গেল অথবা এমনিতেই একটা কম্পিউটার নিবেন কিন্তু সমস্যায় পড়ে গেলেন ল্যাপটপ নিবেন নাকি ডেক্সটপ নিবেন এই দ্বিধা দ্বন্দ্বে অনেকের কম্পিউটার ক্রয় করাই  প্রশ্নের সম্মুখীন পড়ে যায়। চলুন আজকে ল্যাপটপ নাকি ডেক্সটপ এবিষয়ে  আলোচনা করি


 ব্যবহারের উদ্দেশ্য


প্রথমে আপনি কি জন্য কম্পিউটার নিবেন তারউপর নির্ভর করে আপনি ডেস্কটপ নিবেন না ল্যাপটপ। আপনার   অফিসিয়াল কাজ করার জন্য  অথবা একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য ল্যাপটপই বেটার হবে। আপনি ল্যাপটপের মাধ্যমে মাইক্রোসফট অফিসের কাজ গুলো করতে পারবেন যেমন এমএস ওয়ার্ড এমএস এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ-সাধারণ ইন্টারনেট ব্রাউজিং ফেসবুকে ইউটিউবিং। আর যদি আপনি ভারী কোনো কাজ করতে চান যেমন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং অথবা আপনি দীর্ঘ সময় কাজ করবেন তাহলে আপনার জন্য ডেক্সটপ বেটার হবে। নিচে ডেক্সটপ ও ল্যাপটপ এর মধ্যে একটা তুলনামূলক পর্যালোচনা করা হলোঃ


দাম 


ল্যাপটপের তুলনায় ডেক্সটপের দাম কম আপনি মোটামুটি 15 থেকে 20 হাজার  টাকার মধ্যে একটি ভালো কনফিগারেশনের ডেক্সটপ পেয়ে যাবেন সেখানে মোটামুটি মানের  কনফিগারেশনের ল্যাপটপের জন্য আপনাকে 35 থেকে 40 হাজার টাকা খরচ করতে হবে

 

বহন  সুবিধা 


সহজেই বহন করার জন্য ডেক্সটপ এর চেয়ে ল্যাপটপ এগিয়ে কারণ, আপনি ইচ্ছে করলেই একটি ডেক্সটপ কে সহজে আপনার সাথে নিয়ে যেতে পারবেন না কিন্তু ল্যাপটপ যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন। এছাড়াও ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ সুবিধা তো আছেই।


 প্রসেসর 


কম্পিউটারে স্পিড নির্ভর করে প্রসেসর এর উপর। সে ক্ষেত্রে ল্যাপটপ এর চেয়ে ডেক্সটপ এর প্রসেসর ভালো পারফরম্যান্স করে কারণ ডেক্সটপ এর প্রসেসর  আকার-আকৃতিতে  ল্যাপটপের  প্রসেসর  এর চেয়ে বড় 


ব্যবহার সুবিধা


ল্যাপটপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সহজেই তাকে সচল করা যায়। সেখানে ডেক্সটপ ইনস্টল করতে অনেক সময় প্রয়োজন হয় এবং ওপেন করার জন্য ল্যাপটপ এর চেয়ে বেশি সময় যায়। আপনি ইচ্ছে  করলেই  বসে বসে ল্যাপ্টপ ইউজ করতে পারবেন। কিন্তু ডেক্সটপ এর জন্য নির্দিষ্ট স্থান এর প্রয়োজন হয়।


 যন্ত্রাংশ সংযোজন ও মেরামত


 ডেক্সটপে খুব সহজেই নতুন যন্ত্রাংশ সংযোজন করা যায়। আপনি ইচ্ছে করলেই আপনার লো কনফিগারেশনের ডেক্সটপকে হাই কনফিগুরেশন ডেক্সটপ  এ রুপান্তর করতে পারবেন কিন্তু একটি ল্যাপটপ এটা সম্ভব নয়। ডেক্সটপে খুব সহজেই সমস্যার সমাধান করা যায় কিন্তু ল্যাপটপে কোন সমস্যা হলে তার জন্য ভালো মেকানিক এর প্রয়োজন হয়। 


গেমিং সুবিধা


 সত্যি বলতে গেমিং করার জন্য ডেক্সটপই বেস্ট যদিও গেমিং ল্যাপটপ পাওয়া যায় তারপরেও মোটামুটি একটা বাজেট এর মধ্যে আপনি গেমিং দডক্সটপ তৈরি করে ফেলতে পারবেন সেখানে বিগ বাজেটের ল্যাপটপেও সেম সুবিধা পাবেন না।


 শেষ কথা 


পরিশেষে বলতে পারি আপনি যদি একই স্থান থেকে  এবং হেভি কাজ যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং সহ গেম খেলতে চান তাহলে ল্যাপটপের চেয়ে ডেক্সটপ আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি বিভিন্ন স্থানে আপনার কম্পিউটারকে ব্যবহার করতে চান তাহলে ল্যাপটপই আপনার জন্য ভালো হবে।

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ