ভবিষ্যৎ স্মার্টফোন(Future smartphone)

আজ থেকে পনেরো বিশ বছর আগে কেউ কি কখনো কল্পনা করেছে বর্তমান মোবাইলের  ফোনের কথা🤔🤔। । ওই সময় যদি কাউকে বলা হত আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে ছবি তুলতে পারবেন ,সরাসরি অন্যের সাথে কথা বলতে পারবেন,ভিডিও দেখা ,গান শুনা সহ অন্যান্য সকল নিত্য বিনোদন উপভোগ করতে পারবেন তখন হয়তোবা সে আপনাকে পাগলই ভাবতো। কিন্তু আধুনিক প্রযুক্তি এত দ্রুতই এগিয়ে যাচ্ছে যে ভবিষ্যতে কি হবে তা সহজে বলা যায় না। তাও আজকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব ভবিষ্যতের মোবাইল ফোন কেমন হবে চলুন একটু ধারণা নেওয়া যাাক

মন নিয়ন্ত্রিত 

মোবাইল ফোনে প্রথমে আমরা বাটনের দ্বারা মোবাইলকে কন্ট্রোল করতাম। বর্তমানে টাচ স্ক্রিন এর  মাধ্যমে

কন্ট্রোল করি আবার গুগল অ্যাসিস্ট্যান্ট বা এসএলসির মত বিভিন্ন মর্ডান  সার্ভিস দিও শুধু কন্ঠের মাধ্যমে

 আমরা আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে পারি। এর থেকে ধারণা করা হয় যে ভবিষ্যতে যে স্মার্টফোন

আসবে তা মন নিয়ন্ত্রিত হবে। ফলে আমরা মনে যা  চিন্তা করবো তাই আমাদের মোবাইলে আমাদের শো করবে। 

 

চার্জিং সমস্যার সমাধান

 

 স্মার্টফোনের অন্যতম একটা সমস্যা  হলো ব্যাটারি লাইফ এবং চার্জিং প্রবলেম। দিন দিন আমরা দেখতে

পাচ্ছি আধুনিক মোবাইল এর পাশাপাশি মোবাইলের ব্যাটারি ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভবিষ্যৎ স্মার্টফোন

এমন হবে যে সেগুলো ওভার দ্য এয়ার চার্জিং হবে। ওয়ারলেস চার্জিং সিস্টেম হবে  ফলে ধারণা করা হয়

 বর্তমন নেটওয়ার্ক টাওয়ার এর মাধ্যমে আমরা যেভাবে নেটওয়ার্ক পেয়ে  থাকি ভবিষ্যতে  ওয়ারলেস  চার্জার

এর মাধ্যমে যেকোনো স্থান থেকে স্মার্টফোন চার্জ হতে থাকবে ফলে মোবাইলের ব্যাটারির লাইফ নিয়ে আর কোন

 চিন্তা করতে হবে না।

 

 আনলিমিটেড স্টোরিজ 

 

মোবাইল ফোন এর ইন্টার্নাল স্স্টোরিজ এর উপর নির্ভর করে মোবাইলের পারফরম্যান্স। ক্রেতার চাহিদা

অনুযায়ী দিন দিন মোবাইল আপডেট এর সাথে মোবাইলের ইন্টারনাল স্টোরেজ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে

সর্বোচ্চ 56gb ইন্টারনাল স্টোরেজ সম্পূর্ণ মোবাইল পাওয়া যাচ্ছেতাই ভবিষ্যতে আশা করা যায় জিবির

স্থলে টেরাবাইট আসবে এমনকি তা আনলিমিটেড হতে পারে।

 

 অধিক মেগাপিক্সেলের সম্পূর্ণ ক্যামেরা 

 

বর্তমানে মোবাইল ফোনের অন্যতম একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে ক্যামেরা। যে মোবাইলের ক্যামেরা যত

ভালো মার্কেটে তার চাহিদা তত বেশি। তাই মোবাইল কোম্পানিগুলো অধিক মেগাপিক্সেলের সম্পন্ন  মোবাইল

ফোন বাজারে আনছে। সুতরাং, ধারণা করা যায় ভবিষ্যতে যেসব মোবাইল আসবে সেগুলো দিয়ে খুব অনায়াসেই

        প্রফেশনাল ক্যামেরার কাজ সম্পূর্ণ করা যাবে।

 

 পোর্ট বিহীন মোবাইল 

 

বর্তমানে অনেক মোবাইল ফোনে হেডফোন পোর্ট রাখছে না ভবিষ্যতে। ভবিষ্যতে যেহেতু  ওয়ারলেস চার্জিং

সিস্টেম  আসতে যাচ্ছে  তাই সেখানে কোন পোর্টের প্রয়োজন হবে না। অতএব  সহজেই বলা যায় যে ভবিষ্যতে

 আমরা পোর্ট কে গুডবাই বলতে যাচ্ছি।

 

 স্মার্টফোন বলতে আদৌ কিছু থাকবে কিনা?

 

 বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ  হিসেবে পরিগণিত হচ্ছ।  যেকোনো কাজেই

 আপনার স্মার্ট ফোনটি ব্যবহার হয়ে থাকে এবং থাকবেই। এত প্রয়োজনীয়তার ভিড়ে ভবিষ্যতে স্মার্টফোন বলতে

কিছু থাকবে কিনা  তাই একটা সন্দেহের বিষয়। স্মার্টফোন ভবিষ্যতে আমাদের জীবনের সাথে এমন ভাবে মিশে

 যাবে যে এটি আলাদা একটি যন্ত্রাংশ হিসেবে  আর বিবেচিত নাও হতে পার।  

 

 

ধন্যবাদ, আর্টিকেলটি পড়ার জন্য। আপনার মনে নতুন কোন ধারণা থাকলে কমেন্টে আমাদেরকে জানান।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ